সোনায়-ডায়মন্ডে অফারের ছড়াছড়ি নিয়ে বাজুস মেলা শুরু আজ

Date: 2023-02-09 06:00:24
সোনায়-ডায়মন্ডে অফারের ছড়াছড়ি নিয়ে বাজুস মেলা শুরু আজ
সোনায়-ডায়মন্ডে অফারের ছড়াছড়ি, এমন ঘোষণা দিয়ে আজ বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল নং-০৪, নবরাত্রিতে বসেছে জুয়েলারি শিল্পের সবচেয়ে বড় আয়োজন বাজুস ফেয়ার-২০২৩। তিন দিনের এই জুয়েলারি মেলা চলবে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত বাজুস ফেয়ার ক্রেতা- দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। ক্রেতাদের জন্য প্রদর্শনীতে থাকছে বিশেষ অফার ও ছাড়।আয়োজকরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ সফল বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের প্রায় ৪০ হাজার জুয়েলারি প্রতিষ্ঠানের প্রাণের সংগঠনবাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের পরিকল্পনায় দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো বাজুস ফেয়ারের আয়োজন করা হয়েছে।বাজুসের পক্ষ থেকে বলা হয়েছে, এবারের বাজুস ফেয়ারে আটটি প্যাভিলিয়ন, ১২টি মিনি প্যাভিলিয়ন ও ৩০টি স্টলে দেশের ঐতিহ্যবাহী ৫০টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। মেলায় প্রবেশ টিকিটের মূল্য জনপ্রতি ১০০ টাকা।পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের টিকিট লাগবে না। বাজুস ফেয়ারে ক্রেতাদের জন্য র‌্যাফেল ড্রর ব্যবস্থা করা হয়েছে। ক্রেতারা যে প্রতিষ্ঠানের অলংকার কিনবেন, সেই প্রতিষ্ঠান থেকেই র‌্যাফেল ড্রর কুপন সংগ্রহ করবেন। এ ছাড়া জুয়েলারি প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের জন্য বিশেষ অফার দিচ্ছে।বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে এই মেলা উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেছা ইন্দিরা।অতিথি থাকবেন সংগীত শিল্পী ও বাজুসের অ্যাম্বাসেডর মমতাজ বেগম, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, কবি ও সাংবাদিক চ্যানেল নিউজ টোয়েন্টিফোর-এর প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নী, বাজুসের প্যানেল ল’ইয়ার ব্যরিস্টার সুমাইয়া আজিজ, বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন উইমেন অ্যাফেয়ার্স-এর ভাইস চেয়ারম্যান সোহানা রউফ চৌধুরী।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাজুসের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর।

Share this news